Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য
১) প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে পর্যাপ্ত অবকাঠামো বৃদ্ধি ও সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দান। ২) প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে One Stop Service Center হিসেবে সেবা প্রদানে সমর্থ করে তোলা। ৩) কেন্দ্র আগত প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নানা ধরনের সেবা ও সাহায্য দানের ব্যবস্থা নিশ্চিতকরণ যার মধ্যে রয়েছে রোগের লক্ষণ, যাচাইকরণ, চিকিৎসা ব্যবস্থা প্রদান, থেরাপি সেবা দান, পরামর্শ প্রদান, সহায়ক উপকরণাদি সরবরাহ করা। এসব সেবা সরাসরি রোগীকে প্রদান করা বা কেন্দ্রের মাধ্যমে প্রদানকরণ বা পূর্বে সনাক্তকৃত রোগীকে referral network এর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা। ৪) প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সহায়ক যন্ত্রপাতি, উপকরণ সরবরাহের প্রয়োজনীয়তা যাচাই এবং রোগীর সহায়ক বিকল্প উপকরণ মেরামতের ব্যবস্থা তরান্বিত করা। ৫) সহায়ক উপকরণ প্রদানের কেস যাচাইয়ের কৌশল উন্নত ও সুবিধাদি বৃদ্ধিকরণ সে সাথে সহায়ক বিকল্প উপকরণ মেরামত এবং নতুন সহায়ক উপকরণ প্রদান। ৬) জাতীয় প্রতিবন্ধী ব্যক্তিদের সার্টিফিকেট ব্যবস্থায় বর্তমানে সমাজসেবা বিভাগ নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ সূত্র স্থাপনের ব্যবস্থাকরণ। ৭) প্রতিবন্ধী কেন্দ্রে ক্যাচমেন্ট এরিয়ার প্রতিবন্ধী ব্যক্তি সম্বন্ধে তথ্য সংগ্রহ এর তথ্য প্রক্রিয়াজাতকরণ।