Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

প্রতিবন্ধীতার ধরণ নির্ণয়ঃকেন্দ্রের চিকিৎসক, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) কর্তৃক সকল প্রকার  প্রতিবন্ধীদের ধরণ নির্ণয় করা।

ফিজিওথেরাপিঃম্যানুয়ালী ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি দ্বারা বিনা শল্য চিকিৎসার মাধ্যমে শারিরীক অক্ষমতা দূর করে পূনর্বাসন করা।

অকুপেশনাল থেরাপিঃশারিরীক ও সহায়ক চিকিৎসা উপকরণের মাধ্যমে শারিরীক অক্ষমতা দূর করে যতদূর সম্ভব স্বাধীনভাবে জীবন যাপনে যোগ্য করে তোলা।

স্পীচ এন্ড লেঙ্গুয়েজ থেরাপিঃশারিরীক চিকিৎসার মাধ্যমে শারিরীক ও মানসিক বৈকল্য এবং ভাষা ব্যবহার ও যোগাযোগ প্রতিবন্ধিতা দূরীকরনে সহায়তা করা।

শ্র্বণ পরীক্ষাঃশ্রবণ ক্ষমতা পরীক্ষার যন্ত্রের মাধ্যমে শ্রবণের মাত্রা পরীক্ষা করা।

দৃষ্টি পরীক্ষাঃদৃষ্টি ক্ষমতা পরীক্ষার যন্ত্রের মাধ্যমে দৃষ্টির মাত্রা পরীক্ষা করা।

অটিজম কর্নার সেবাঃঅটিজম রোগীদের সহায়ক চিকিৎসা উপকরণের মাধ্যমে চিকিৎসা দেওয়া ।

কাউন্সেলিং:অভিভাবক ও প্রতিবন্ধী ব্যক্তির মানসিক শক্তি বৃদ্ধিতে কাউন্সেলিং প্রদান করা।

সহায়ক উপকরণ প্রদানঃহুইল চেয়ার, ট্রাইসাইকেল, ক্রাচ, সাদাছড়ি, হেয়ারিং এইড ইত্যাদি সহায়ক উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়।

পক্ষাঘাত গ্রস্থদের সেবাঃবার্ধক্য জনিত ও প্যারালাইসিসের কারণে শারিরীকভাবে অক্ষমদের চিকিৎসা প্রদান করা।

সচেতনতা কর্যক্রমঃপ্রতিবন্ধিতার কারণ, প্রতিবন্ধিতা প্রতিরোধ, প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গী, প্রতিবন্ধীদের ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে সকলকে সচেতন করা।